নিজস্ব প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বাসিন্দা ও মাধবপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক হৃদয় এস এম শাহ্-আলম এর মা জননী ইয়াছিন আক্তার বিউটি`র স্মরণে শনিবার (০৯ ডিসেম্বর ২৩) দেবপুর কবর স্থানে ফুল দিয়ে গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
পরে সাংবাদিক হৃদয় শাহ্-আলম জানান যে,গতবছর এমনি দিনে আমার মা হঠাৎ মৃত্যু বরণ করেন।আজ মায়ের স্মরণে গভীর শোকাহত প্রকাশ করছি এবং দেশবাসীর নিকট মায়ের জন্য দোয়া প্রার্থী।আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।
আমার মা সম্পর্কে ইতিহাস বলে শেষ করতে পারবো না।মা বড় অমূল্য সম্পদ,যার মা নেই সে বুঝে।মায়ের স্নেহময় আম মুগ্ধ।পরিশেষে সবার নিকট মায়ের জন্য দোয়া প্রার্থী।