উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
একই সাথে গ্রামীণ ব্যাংকের ২৬০০ শাখায় এক যুগে বৃক্করোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
তারই ধারাবাহিকতায় আজ ৪ঠা জুলাই বৃহস্পতিবার ৩ ঘটিকায় মাধবপুর উপজেলার গ্রামীণ ব্যাংকের জগদীশপুর শাখায় ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
গ্রামীণ ব্যাংক জগদীশপুর শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক মাধবপুর শাখার এরিয়া ম্যানেজার মোঃ নুর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল অফিসের নিরীক্ষণ কর্মকর্তা মোঃ কামাল হোসেন। জানা যায়, মাধবপুর এরিয়ার মোট ১২টি শাখাতে ৫৬ হাজার ১ শত ১৭টি ফলজ এবং ১ লক্ষ ১২ হাজার ৩শত ৩৩টি বনজ সহ মোট ১ লক্ষ ১৮ হাজার ৫০০টি চারা গাছ বিতরণ করা হয়।