সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের নিউজ পোর্টাল এর মধ্যে অন্যতম ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদমাধ্যম দৈনিক চলমান দেশ ডট কম এ বিশ্বের বিভিন্ন দেশ সহ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা সহ স্কুল, কলেজ থেকে জরুরী ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী মহিলা ও পুরুষ গনকে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।  ফোন : ০১৭১৭-৭২৩৭৪২,০১৯১৭-১০২০৮৬। দৈনিক চলমান দেশের সাথে থাকুন পড়ুন ও বিজ্ঞাপন দিন। যোগাযোগ : 01717-723742

মাধবপুরে আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭ বার পঠিত

চলমান দেশ ডেস্ক:

হবিগঞ্জের  মাধবপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মাধবপুর থানা পুলিশের একটি চৌকস দল।

গ্রেফতারকৃতরা হলেন চুনারুঘাট উপজেলার  উবাহাটা ইউনিয়নের উলুকান্দি গ্রামের মোঃজালাল উদ্দিনের ছেলে সালমান উদ্দিন (৩৩),শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর এলাকার মৃত জলফু মিয়ার ছেলে মোঃস্বপন মিয়া(৩১),মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাখরনগর গ্রামের আলেক চৌধুরীর ছেলে জীবন চৌধুরী (২৫),একই উপজেলার হারিছপুর গ্রামের মোঃসোয়াব আলীর ছেলে মোঃনাসির মিয়া(৫৬)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নগদ ৩৪ হাজার টাকা,২ টি মোবাইল ফোন একটি প্রাইভেট কার ও ডাকাতি কাজে ব্যবহৃত দুটি ধারালো রাম দা উদ্ধার করা হয়।

গত ৬ সেপ্টেম্বর আনুমানিক রাত ১২ টার দিকে সিলেটের স্থানীয় বাসিন্দা মছরুর আহমেদ তার মেয়ের জামাই বিদেশযাত্রী ওমর মোস্তফাসহ পরিবারের ৮ জন সদস্য ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে একটা মাইক্রোবাস যোগে রওয়ানা হয়।পরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকায় পৌছালে উল্লেখিত ডাকাত দলের সদস্যসহ আরও অজ্ঞাত ১০-১২ জন ডাকাত তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে ও মছরুর আহমেদের মাইক্রোবাস ছিনতাই করে এবং তাদের হাত, মুখ বেধে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের ফয়েজাবাদ নামক স্থানে নিয়ে যায়।ওই সময় তাদের সাথে থাকা নগদ প্রায় ৮১ হাজার টাকা,১০ ভরি স্বর্ণালংকার,৮টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনায় মাধবপুর থানায় মছরুর আহমেদ বাদি হয়ে একটি মামলা করেন। মামলা আমলে নিয়ে আসামীদের ধরতে মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ১১ সেপ্টেম্বর বুধবার ভোর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জন ডাকাতকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৪ হাজার টাকা,২ টি মোবাইল ফোন একটি প্রাইভেট কার ও ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ধারালো রাম দা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন । তিনি বলেন আসামিদের গ্রেফতার করে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে মাধবপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
দৈনিক চলমান দেশে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিও চিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি-সম্পাদক।
Theme Dwonload From ThemesBazar.Com