চলমান দেশ ডেস্ক :
হবিগঞ্জের মাধবপুরে উপজেলার জগদীশপুর চা বাগানের চা শ্রমিকরা প্রায় এক মাস ধরে তাদের মজুরীর টাকা ও ভাতাদি না পাওয়ায় ফ্যাক্টরি ও ফারি চা বাগানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
সুত্র জানায়,সোমবার (২৩) সেপ্টেম্বর) উপজেলার জগদীশপুর ইউপির ন্যাশনাল টি কোম্পানির অধীনস্থ আধা সরকারি প্রতিষ্ঠান জগদীশপুর চা বাগান এলাকায় প্রায় কয়েকশো চা শ্রমিক তাদের মজুরি পেতে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।
তাদের দৈনিক মজুরি ১৭০ টাকা কিন্তু তারা সেটি না পেয়ে আর্থিক সংকটে রয়েছে।তারা জানান,দ্রুত এই সমস্যার সমাধান না করলে আগামীকাল ফ্যাক্টরির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার ডাক দিয়েছে। পরবর্তীতে দাবী মারা না হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে স্মারকলিপি প্রদান করবে বলে জানা যায়।
বাগানের পঞ্চায়েত কমিটির সদস্য নরেন্দ্র সাঁওতাল জানান,আমাদের শ্রমিকরা অত্যন্ত অভাব অনটনের মধ্যে রয়েছে।বেতন-ভাতা, রাস্তাঘাট স্বাস্থ্যসহ নানাবিধ সমস্যায় আমরা জর্জরিত আমাদের দেখার কেউ নেই। আমরা এ নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
তিনি আরো বলেন আগামী দুর্গাপূজায় আমাদের বেতন বোনাস না পেলে আমরা অসহায় হয়ে পড়বো। দুর্গাপূজা আমরা পালন করতে পারব না আমাদের সন্তানদের হাতে নতুন জামা কাপড় তুলে দিতে পারবো না।
বাগানটি ব্যবস্থাপক আমিনুল ইসলাম লিমন জানান,ন্যাশনাল টি কোম্পানির অধীনস্থ হবিগঞ্জ জেলার ১২ টি বাগানের একই অবস্থা। সরকার পতনের কারণে চা বোর্ডের কর্মকর্তারা পলাতক থাকায় চা বোর্ড ভেঙ্গে পড়েছে। ফলে এ সমস্যা তৈরি হয়েছে। দ্রুতই এ সংকট সমস্যা নিরসন হবে বলে তিনি জানিয়েছেন।