হবিগঞ্জের মাধবপুরে থানা পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী আটক। জোরপূর্বক সিএনজিতে উঠে এক নারীকে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই এর ঘটনায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন : উপজেলার জলভাঙ্গা গ্রামের হরিজন সরকারের ছেলে সঞ্জীত সরকার (২৫), রুস্তম আলীর ছেলে মোহাম্মদ আরিফ মিয়া (২১) ও হারুন মিয়ার ছেলে মনো মিয়া (৩১)।
ঘটনার সময়কাল : বুধবার দুপুরে উপজেলার আন্দিউড়া বানেশ্বর বাগানবাড়ী মাদ্রাসার দক্ষিণ পাশে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, বিউটি আক্তার নামে এক নারী পরিচিত আত্মীয়কে সঙ্গে নিয়ে সিএনজি করে যাত্রাকালে সৈয়দ উদ্দিন উদ্দিন ডিগ্রী কলেজের সামনে পাকা রাস্তায় সঙ্ঘবদ্ধ ছিনতাইকারীরা প্রতিরোধ করে।
ধারালো ছুরির ভয় দেখিয়ে নারীকে আঘাত করে আহত করে নগদ ১৫ হাজার টাকা, মোবাইল ও আত্মীয়ের কাছে থাকা মোবাইল ছিনিয়ে নেয়।
খবর পেয়ে মাধবপুর থানার ওসির সুযোগ্য নেতৃত্বে এসআই দিন মোহাম্মদ সঙ্গীও ফোর্সসহ জনতার সহযোগিতায় ছিনতাইকারীদের কে পাকড়াও করে নগদ পাঁচ হাজার টাকা ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলার রজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেন নিশ্চিত করেছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান যে কোন অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ঢ়