আজিজুর রহমান জয়, বিশেষ প্রতিবেদক
হবিগঞ্জের মাধবপুর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) বেলা ১২টায় দিকে উপজেলা শহীদ মিনার চত্বরে পৌর ও উপজেলা যুবদল আয়োজনে ফ্রী মেডিকেল করা হয়। এসময় ফ্রী মেডিকেল ক্যাম্পে ৩ জন চিকিৎসক প্রায় ১ হাজার রোগীকে সেবা প্রদান করে।
ফ্রী মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঃপঃ কর্মকর্তা ইমরুল হাসান জাহাঙ্গীর, সদ্য সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, সদস্য সচিব কবির খান চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান মুর্শেদ, মাসুকুর রহমান মাসুক, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, সদস্য এমদাদুল হক সুজন, যুগ্ম আহ্বায়ক মোঃ আবজাল পাঠান, যুবদলের অন্যতম নেতা আনিসুর রহমান আনিস, জসিম সিকদার প্রমূখ।
মেডিকেল ক্যাম্পে যুবদলের মাধবপুর উপজেলা ও পৌরসভার শীর্ষ নেতারা জানান, এবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা কেক কাটার আয়োজন না করে তারেক রহমানের নির্দেশে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করতেছি। দেশব্যাপী একইভাবে আমাদের এ কর্মসূচি চলমান।