আজিজুর রহমান জয়, বিশেষ প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবিতে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ৪ টায় মাধবপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ শুরু হয়ে মাধবপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়কক হয়ে উপজেলা চত্বরে এসে বিক্ষোভ মিছিল শেষ করে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, বিএনপি সদস্য ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, যুগ্ম- আহ্বায়ক কবির খান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, সদস্য সচিব এমদাদুল হক সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, সদস্য সচিব রুবেল খান এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাহবুবুর রহমান সোহাগ, হাজী ফিরোজ মিয়া, মাসুক মিয়া, বাবুল হোসেন, লুৎফর রহমান খান, ফারক রানা, ছালেক মিয়া, মশিউর রহমান মুর্শেদ, মির্জা এসএম ইকরাম, রাসেল আহমেদ, হাজী রুবেল আহমেদ, রনি আহমেদ, মাসুদুর রহমান মাসুক, আনিছুর রহমান, জসিম সিকদার, মোঃ আফজল পাঠান, সায়েদ খান, সেজান আহমেদ সহ অনেকই।