শুক্রবার ১লা নভেম্বর মাধবপুর উপজেলা মিলনায়তন স্বচ্ছতায় “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”-প্রতিপাদকে সামনে রেখে দিবসটি পালিত হয়।
উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, যাতায়াত ভাতা, সনদ ও যুব সংগঠন নিবন্ধন সনদ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুনের রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান ।
বক্তারা যুব সমাজকে দক্ষ শক্তিতে রূপান্তরিত করার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন সদ্য একটি স্বাধীন বাংলাদেশ গঠনকল্পে যুবকদের ভূমিকা ছিল অপরিসীম।
আরো বক্তব্য রাখেন মাধবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুর রহমান জয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এমদাদুল হক মিলন, সমন্বয়ক আর এইচ মাসুম, লাকি শীল, রুবেল আহমেদ রুবেল ও অন্যান্যরা।