জানা যায় মাধবপুর থানা পুলিশের একটি টিম এসআই (নি:) এস এম বুলবুল আহমেদ সঙ্গীও ফোর্স সহ মাধবপুর থানা দিন ৬ নং শাজাহানপুর এলাকায় টহল ডিউটি গ্রেফতারি তামিল মাদক দ্রব্য উদ্ধার বিষয়ে অভিযান পরিচালনা করা খালি সাতছড়িতে তেলিয়াপাড়া বাজার হয়ে একটি পিকআপ ভ্যান করে গাঁজা নিয়ে আসার প্রাক্কালে তেলিয়াপাড়া বাজার রেলগেটের পূর্ব পাশে পাকা রাস্তার উপর রানা স্টোরের সামনে চেকপোস্ট বসায়।
এ সময় একটি নীল পিক আপ গাড়ি যাহার রেজি: নং ঢাকা মেট্রো ন-২১-০৯২১১৩ পিকআপ গাড়িতে থাকা দুইজন আসামিকে ৩০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়িটি রেখে দরে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হল : গোমস্তাপুর থানার তেতুলতলা গ্রামের বাটপারা এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ সেলিম মিয়া (২৭), ও অপর আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আজমতপুর গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে মোঃ রুবেল মিয়া (২২)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এক প্রেস ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।