আজিজুর রহমান জয়, বিশেষ প্রতিবেদক
হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম ফয়সালকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ ১০ নভেম্বর রবিবার বিকেলে উপজেলা মিলনায়তন সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনায় বিদায়ী ইউনাওকে ফুলের মালা দিয়ে চোখের জলে ভাসিয়ে এক আবেগ ভরা হৃদয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
ছাত্র-ছাত্রীরা আবেগ তাড়িত কন্ঠে বলেন ৫ ই অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইউএনও ছাত্রদের ওপর গুলি চালাতে পুলিশকে অনুমতি না দেয়ায় ছাত্র-ছাত্রীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এমদাদুল হক মিলন যানজটে আটকা পড়ায় উপস্থিত হতে না পেরে এক অডিও বার্তায় বিদায়ী ইউএনওকে একজন মানবিক অফিসার হিসেবে আখ্যায়িত করে বলেন আপনার মত অফিসার মাধবপুরে থাকাতে অনেক ছাত্রছাত্রী মৃত্যু ঝুকি থেকে বেঁচে আছে। তাই আপনাকে জানাই মাধবপুর উপজেলা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুল আলম বাবলুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সিনিয়র সাংবাদিক রোকনুদ্দিন লস্কর,,আর এইচ মাসুম, মেহেদী হাসান, তুহিন, নজরুল ইসলাম ও তানজিনা প্রমুখ।
বিদায়ী ইউএনও এর আম্মার রুহের মাগফেরাত কামনা করে দোয়া, মোনাজাত ও শেক সন্তপ্ত পরিবারের শান্তি কামনা করা হয়।