চলমান দেশ ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরে থানা পুলিশের অভিযানে ৬ মাসের সাজা পুরোয়ানা ভুক্ত ১ জন ও জিয়ার ওয়ারেন্ট ভুক্ত ১ জন সহ মোট দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আজ ১৬ নভেম্বর মাধবপুর থানার ওসির তত্ত্বাবধানে মাধবপুর থানার এস আই (নি:) মোঃ মিজানুর রহমান ও ।এএস আই (নি:) সুমন পাল সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে যে আর ২৭৮/১৬ মাধবপুর এর ছয় মাসের সশ্রম কারাদণ্ড যার ২ হাজার টাকা জরিমানা অর্থদণ্ড অনাদ্বয়ে আরো একমাসের বিনাশ্রম কারাদণ্ডেদন্ডিত আসামি ও জিয়ার ২১৫/২৪ মাধবপুর এর পুরো আনাবুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হল : মাধবপুর উপজেলার পশ্চিম মাধবপুরের হোসেন আলী শিকদারের পুত্র সোহেল মিয়া, অপার আসামি একই উপজেলার বেজোড়া গ্রামের পুত্র সুজন মিয়া ৩৮।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের সুপর্দ করা হয়েছে।