রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের নিউজ পোর্টাল এর মধ্যে অন্যতম ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদমাধ্যম দৈনিক চলমান দেশ ডট কম এ বিশ্বের বিভিন্ন দেশ সহ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা সহ স্কুল, কলেজ থেকে জরুরী ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী মহিলা ও পুরুষ গনকে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।  ফোন : ০১৭১৭-৭২৩৭৪২,০১৯১৭-১০২০৮৬। দৈনিক চলমান দেশের সাথে থাকুন পড়ুন ও বিজ্ঞাপন দিন। যোগাযোগ : 01717-723742

হাসিনার ১৮ জনই মানুষ, বাকি দুই হাজার নয়: সারজিস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৮ বার পঠিত
কামরুজ্জামান বরিশাল প্রতিনিধি :
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, হাসিনা সারাজীবন শুধু নিজের পরিবারের কথাই বলেছে, ক্ষমতা ধরে রাখতে তার পরিবারের কান্নাকাটির বিষয়টি অতিরিক্ত হয়ে পড়েছে। তার পরিবারে ১৮ জনই শুধুমাত্র মানুষ, কিন্তু বাকিরা দুই হাজার মানুষ নয় ।

শুক্রবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্দোলনকারীদের সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের খোঁজ নিতে গিয়ে সারজিস সাংবাদিকদের বলেন, খুনি হাসিনা এবং তার সহযোগীদের পুনর্বাসনের প্রশ্নে কেউ যদি তাদের পক্ষে সাফাই গায়, তাহলে তারা ফ্যাসিস্টদের দোসর। তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না।

তিনি আরো বলেন, আমরা আমাদের পরিবারদের হারিয়েছি, তাদের স্বজনেরা আজও শোকের মধ্যে রয়েছে। অনেক শিশু জন্মের আগে বাবা হারিয়েছে, তাদের ভবিষ্যত কী হবে? আমরা কি তাদের সান্ত্বনা দেব । সারজিসের বক্তব্যে উঠে আসে, হাসিনা এবং তার সহযোগীরা যে গণহত্যা করেছে, তার কোনো অজুহাত নেই। তারা ক্ষমতায় এসে আমাদের শহীদ পরিবারের কষ্টকে উপেক্ষা করেছে।

সারজিস আলম আরও বলেন, শহীদ পরিবারদের নিয়ে আজ পর্যন্ত কেউ সঠিকভাবে কথা বলেনি, কিন্তু আমাদের জীবনের বিনিময়ে হলেও এই খুনিদের বিচার করতে হবে। হাসিনা সারাজীবন ১৯৭৫ সালের কথা বলে ক্ষমতা আঁকড়ে রেখেছেন। এখন তিনি ২০০০ মানুষের হত্যার দায় কীভাবে নেবেন ।

তিনি যোগ করেন, আমরা ভুলে যাইনি ১৬ বছর ধরে চলা অত্যাচার এবং গুম-খুন, হত্যা। এখন এই দেশের ছাত্র সমাজ আর ভুল করবে না। আমরা সব হত্যার বিচার চাই। আর কোনো ফ্যাসিস্টকে এই দেশে ক্ষমতায় বসতে দেওয়া হবে না।

এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বরিশাল বিভাগের ৭৯ শহীদ পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে। সারজিস আলম জানান, পর্যায়ক্রমে সব শহীদ পরিবারকে সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন,এই সহায়তা নিছক অর্থ নয়, এটা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
দৈনিক চলমান দেশে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিও চিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি-সম্পাদক।
Theme Dwonload From ThemesBazar.Com