শুক্রবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্দোলনকারীদের সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের খোঁজ নিতে গিয়ে সারজিস সাংবাদিকদের বলেন, খুনি হাসিনা এবং তার সহযোগীদের পুনর্বাসনের প্রশ্নে কেউ যদি তাদের পক্ষে সাফাই গায়, তাহলে তারা ফ্যাসিস্টদের দোসর। তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না।
তিনি আরো বলেন, আমরা আমাদের পরিবারদের হারিয়েছি, তাদের স্বজনেরা আজও শোকের মধ্যে রয়েছে। অনেক শিশু জন্মের আগে বাবা হারিয়েছে, তাদের ভবিষ্যত কী হবে? আমরা কি তাদের সান্ত্বনা দেব । সারজিসের বক্তব্যে উঠে আসে, হাসিনা এবং তার সহযোগীরা যে গণহত্যা করেছে, তার কোনো অজুহাত নেই। তারা ক্ষমতায় এসে আমাদের শহীদ পরিবারের কষ্টকে উপেক্ষা করেছে।
সারজিস আলম আরও বলেন, শহীদ পরিবারদের নিয়ে আজ পর্যন্ত কেউ সঠিকভাবে কথা বলেনি, কিন্তু আমাদের জীবনের বিনিময়ে হলেও এই খুনিদের বিচার করতে হবে। হাসিনা সারাজীবন ১৯৭৫ সালের কথা বলে ক্ষমতা আঁকড়ে রেখেছেন। এখন তিনি ২০০০ মানুষের হত্যার দায় কীভাবে নেবেন ।
তিনি যোগ করেন, আমরা ভুলে যাইনি ১৬ বছর ধরে চলা অত্যাচার এবং গুম-খুন, হত্যা। এখন এই দেশের ছাত্র সমাজ আর ভুল করবে না। আমরা সব হত্যার বিচার চাই। আর কোনো ফ্যাসিস্টকে এই দেশে ক্ষমতায় বসতে দেওয়া হবে না।
এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বরিশাল বিভাগের ৭৯ শহীদ পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে। সারজিস আলম জানান, পর্যায়ক্রমে সব শহীদ পরিবারকে সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন,এই সহায়তা নিছক অর্থ নয়, এটা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন