কক্সবাজারের শামলাপুর সমুদ্র সৈকতে বিশাল আকারের মৃত তিমি ভেসে এসেছে। এটি জোয়ারের পানিতে ভেসে এসে বালিয়াড়িতে আটকা পড়ে। শুক্রবার সন্ধ্যার পরে মৃত তিমিটি জেলেদের চোখে পড়ে।
এ ব্যাপারে শামলাপুর নৌকা মালিক সমিতির সভাপতি বেলাল উদ্দিন বলেন, ‘জেলেরা মৃত তিমিটা দেখার পর আমাকে অবগত করে। ধারণা করা হচ্ছে সপ্তাহ দুয়েক আগে তিমিটি মারা গিয়ে জোয়ারের সময় বালিয়াড়িতে ভেসে এসেছে। মৎস্য কর্মকর্তারা এলে তাদের সাথে কথা বলে আরো বিস্তারিত জানা যাবে।’
সেভ দ্য নেচার অব বাংলাদেশের টেকনাফ উপজেলা সভাপতি জালাল উদ্দিন চৌধুরী বলেন, ‘শুক্রবার বিকেলের দিকে মৃত তিমিটি সৈকতের বালিয়াড়িতে ভেসে আসে। কিন্তু যে জায়গায় ভেসে উঠেছে সেখানে মানুষের সমাগম কম বলে প্রথমে কারো নজরে আসেনি। অবশেষে সন্ধ্যার পরপরই জেলেরা নৌকার ঘাটে এলে মৃত তিমিটি দেখতে পায়।’
তিনি বলেন, প্রাথমিকভাবে মেপে দেখা হয়েছে এই মৃত তিমিটি লম্বায় ২৩ ফুট ও চওড়া ৫ ফুট। মাছটির শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পচে পানিতে ভেসে যাচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে।
কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পরপরই উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তাদের অবগত করেছি। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
উল্লেখ্য, এ বছরের ৯ এবং ১০ এপ্রিল দু’টি মৃত তিমি ভেসে আসে কক্সবাজার সৈকতে।
সূত্র : ইউএনবি