হবিগঞ্জের মাধবপুরে ২৯ টি চোরাই এন্ড্রয়েড মোবাইল সহ চোরাই মোবাইল বিক্রি কালে মোবাইলের ব্যাগসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত মোবাইল গুলোর মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা হতে পারে বলে জানায় পুলিশ।
সোমবার (৩০) আগস্ট রাত পৌনে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে এএস আই জিয়াউদ্দিন ও সঙ্গীয় পুলিশ সদস্যদের সহযোগিতায় তাদেরকে আটক করতে সক্ষম হয়।
পুলিশের এই অভিযানে মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্যদের কে আটক করা হয়। অপরপক্ষে , উদ্ধারকৃত মোবাইল ব্রাহ্মণবাড়িয়া জেলার ধরমন্ডল গ্রাম থেকে ক্রয় করে এনেছে বলে গ্রেপ্তারকৃতরা জানায়।
গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তাল শহর গ্রামের মোহাম্মদ ইদন মিয়ার ছেলে আরমান হোসেন (২৫) ও তার ছোট ভাই মারুফ হোসেন (২৫) অন্যজন একই জেলার নাসিরনগর উপজেলার সিংহ গ্রামের সচীন মন্ডলের ছেলে বাবুল মন্ডল (২৪)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক গ্রেপ্তারকৃতদের বিষয়ে নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে মামলা দায়ের করে তাদেরকে কারাগারে পাঠানো হবে।