হবিগঞ্জের মাধবপুরে শিশু ধর্ষনের অভিযোগে গেদু মিয়া নামে এক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ বরগ এলাকা থেকে তাকে আটক করা হয়। সে দক্ষিণ বরগ গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।
গত শুক্রবার রাতে একই গ্রামের ডুবাই প্রবাসী রফিকুজ্জামান সুমনের শিশু মেয়ে আইসক্রিম কিনতে গেদু মিয়ার দোকানে যায়। কিছুক্ষণ পর শিশুটি কান্না করে তার মার কাছে এসে তাকে ধর্ষণের বিষয়টি বলে। আজ সকালে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় থানার এসআই মুমিনুল ইসলাম গেদু মিয়া কে আট করে।
মাধবপর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ধর্ষণের অভিযোগে একজন কে আটক করা হয়েছে। তবে ডাক্তারি পরীক্ষা ছাড়া ধর্ষণ হয়েছে কিনা তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।