হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হামদু মিয়া নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত হামদু মিয়া গোপালপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
মাধবপুর থানার (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, হামদু মিয়া নামে ওই শ্রমিক গোপালপুর গ্রামে একটি মসজিদের ঢালাইয়ের কাজ করছিল। কাজ করার এক পর্যায়ে সে অসাবধানতা বশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যায়।
এসময় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন হামদু মিয়ার স্বজনরা।