হৃদয় এস এম শাহ্-আলম
হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের তেমুনিয়া এলাকায় বুধবার (২৭ জুলাই ২২) সকালে এক দোকানের সামনে মোছাঃ রিয়া আক্তার(০৮) নামে একটি মেয়ে কান্না করতে থাকেন পরে ফারুক মিয়া সহ কয়েজন মহিলা দেখতে পেয়ে সাংবাদিক মুজাহিদ মসি, হৃদয় শাহ্-আলম কে খবর দিলে ঘটনা স্থলে এসে মেয়েটিকে মনতলা পুলিশ তদন্ত ফাঁড়িতে নিয়ে গেলে।ফাঁড়ির ইন্সপেক্টর উত্তম কুমার এর বিশেষ সহযোগিতায় এস আই মনজুরুল ইসলাম,এএসআই জুলফিকার ও সাংবাদিক সহ বিভিন্ন সম্প্রচারের মাধ্যমে মাত্র ০৪ ঘন্টার মধ্যে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর এলাকায় হারিয়ে যাওয়া প্রিয়ার মামার বাড়ির সন্ধ্যান পাওয়া যায়।পরে তার মামা মোঃ মনির মিয়ার ও নানীর নিকট হারিয়ে যাওয়া প্রিয়া কে বুঝিয়ে দেওয়া হয়।
উল্লেখিত বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান যে মাধবপুর থানার পুলিশের বিভিন্ন টিমের পক্ষ থেকে এমন মানবিক সেবা মূলক কার্যক্রম সর্ব সময় অব্যাহত থাকবে।