হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১০ টায় টিসিবির পণ্য বিতরণের উদ্বোধন করেন প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল হান্নান।
এ সময় উপস্থিত ছিলেন- পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, সহকারী ভূমি কর্মকর্তা মো. আব্দুস সালাম, টিসিবির ডিলার শেখ তাজুল ইসলাম, সংবাদ প্রতিনিধি শঙ্কর শীল প্রমুখ।উল্লেখ্য, পৌরসভার নয়টি ওয়ার্ডে ১৯৩৫ জনের মাঝে ১ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তৈল জনপ্রতি ৪০৫ টাকা দামে এ টিসিবির পণ্য বিতরণ করা হয়।