রায়হান বারি: জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই হাজার ৪০৫ লিটার চোরাই জ্বালানি তেলসহ চোরচক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
উদ্ধার করা দুই হাজার ৪০৫ লিটার চোরাই জ্বালানি তেলের মধ্যে এক হাজার ৪৭০ লিটার ডিজেল ও ৯৬৫ লিটার পেট্রোল রয়েছে।
এ সময় চোরাই ডিজেল ও পেট্রোল পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ও একটি নছিমনও জব্দ করা হয়।
গ্রেফতার দুজন হলেনঃ বরিশাল জেলার মেহেদীগঞ্জ থানার মাছকাইচর বাজার থানার নুরু ব্যাপারীর ছেলে শহিদুল (২৯) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বানিয়াদী গ্রামের নান্নু মিয়ার ছেলে নয়ন মিয়া (৩৩)।
মঙ্গলবার (৯ আগস্ট) রাতে র্যাব-১১-এর সদরদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার সকালে আড়াইহাজার উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এ চোরাই জ্বালানি তেল উদ্ধারসহ তেল চোরচক্রের সক্রিয় এ দুই সদস্যকে আটক করা হয়।
র্যাব জানায়, এরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন ডিপো এবং মহাসড়কে চলাচলরত ট্রাক ও কাভার্ডভ্যানের তেলের ট্যাংকি থেকে তেল চুরি করে আসছে। তারা জব্দ করা পিকআপের ওপর বিশেষ কায়দায় তেলের ড্রাম ও মোটর সেট করে পাইপ দিয়ে রাস্তার পাশে পার্কিং করা গাড়ি থেকে গোপনে তেল চুরি করে নিয়ে খোলাবাজারে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
সূত্র, সময় নিউজ
এ জাতীয় আরো খবর..