সোমবার (১৫ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের এক বন্ধু জানান, শুভ আমাদের খুব কাছের বন্ধু।
আমরা একসঙ্গে সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করেছি। মোটরসাইকেলের প্রতি শুভর প্রচুর ঝোঁক ছিল।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) এম শামসুর রহমান জানান, রাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহ ও নিহতের মোটরসাইকেল থানায় নেওয়া হয়।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানায়, বনানী থেকে মহাখালীগামী একটি বড় ট্রাক ওই যুবকের মোটরসাইকটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে তিনি নিহত হন।