হেফাজতে ইসলামের বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ বৃহস্পতিবার ১৯(আগস্ট) চট্টগ্রাম নগরীর সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার এন্ড রিসার্চ (সি এস সি আর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ দুপুর ১২ টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন রব্বানী।
বাবুনগরী ১৯৫৩ সালের ৮ অক্টোবর চট্টগ্রামের ফটিকছড়ি থানার বাবুনগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা সচিব ও শাইখুল হাদিস, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি, চট্টগ্রাম নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান এবং মাসিক মুঈনুল ইসলাম পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। পারিবারিক জীবনে তিনি ৫ মেয়ে ও ১ ছেলের জনক।
পারিবারিক সূত্রে জানা যায়, ৬৮ বৎসর বয়সী এই প্রবীণ ইসলামী নেতা দীর্ঘদিন ধরে হূদরোগ, কিডনি, ডায়াবেটিস বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।