হবিগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে প্রতিবন্ধী শিশু ধর্ষণের চাঞ্চল্যকর মামলার একমাত্র আসামীকে গ্রেফতার করেছে র্যাব ৯সিপিসি১ হবিগঞ্জ! শুক্রবার ১৯ আগষ্ট ২২ইং দুপুরে র্যাব গন মাধ্যম কে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয় টি নিশ্চিত করেন। তথ্য সুত্রে জানা যায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গত ১৮ আগস্ট ২০২২ ইং তারিখ ভোর ০৫.৩০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুনারুঘাট থানার প্রতিবন্ধী শিশু (১৪) ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দেউন্দি এলাকার বাসিন্দা নিম্বর আলীর ছেলে মোঃ মস্তো মিয়া (৫৫)। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।