ঝিনাইদহ শৈলকুপা পৌর এলাকার চৌরাস্তা মোড়ে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছিল, এমন সংবাদের ভিক্তিতে রবিবার রাত ৮টার দিকে জবাইকৃত গরুর মাংস পরীক্ষা করা হয়। পরীক্ষা করে সেটা খাওয়ার অনুপযোগী ঘোষণা করেন শৈলকূপা উপজেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ মোঃ মামুন খান।
এ সময় শৈলকুপা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) বনি আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করেন ও জব্দকৃত মাংশ ডিসপোজ করেন।
এছাড়া শৈলকুপা বাসিকে আহবান করেন অসুস্থ পশু যা মানুষের খাবার অনুপযুক্ত সেগুলো ক্রয় বিক্রয় করা থেকে বিরত থাকতে। শৈলকুপা উপজেলা বাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই বনি আমিন সহকারী কমিশনার ( ভূমি)কে। সেই সাথে দ্রব্যমূল্যের দাম সহনশীল রাখতে শৈলকুপা বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে অনুরোধ করেছেন স্থানীয় জনতা।
ঝিনাইদহ/শৈলকুপা