পরে এলাকার মানুষ খবর পেয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের লোকেরা এসে তা স্ব চোখে দেখে যায়। ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান বারির সাথে কথা বলে জানা যায় বিগত ২০ বছর ধরে জায়গা নিয়ে তার চাচা আঃ হাই ও আঃ রশিদের সাথে বিরোধ চলছিলো।এক পর্যায়ে এ বিরোধ নিয়ে মারামারির সৃষ্টি হয়ে রায়হান বারির পিতা আহত হয়। আজ ৪ বছর হয় রায়হান বারির পিতা মারা যায়।
তাই ওয়ারিশ সূত্রে এ জমির মালিক হয় রায়হান বারি। রায়হান বারি ওয়ারিশ সূত্রে মালিক হওয়ার কারণে তার চাচা আঃ হাই, আঃ রশিদ ও তাদের ছেলেরা রায়হান বারিরে মেরে ফেলার চক্রান্ত করে ও হুমকি দেয়। গত ১৭/০৮/২০২২ খ্রিঃ তারিখে তর স্ব পরিবার সহ তার খালাতো বোনের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য তার খালার বাড়ি ( খানপাড়া) যায়। ওরা সন্দেহ করে যে পূর্বের ঘটনাকে কেন্দ্র করে তারা এ ঘটনা ঘটায়। এতে তাদের ১০-১২ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়।
এ ঘটনা তদন্ত করার জন্য তারা থানায় অভিযোগ জানায় এবং মাডার মাললা করার চক্রান্ত করায় তার চাচা ১। আঃ হাই (৬৫) ২। রশিদ (৫০) ৩। মাসুদা (৫৫) পিতা- মৃত মিয়াজউদ্দিন ৪। মাসুদ (২৫) ৫। মারুফ ( ২২) পিতা- আঃ হাই ৬। রোহান (১৮) ৭। সোহান (১৮) এবং ৮। সাহারুন (৪০) স্বামী- আঃ হাই ৯। সেলিনা (৩৫) স্বামী- রশিদের নামে থানায় মামলা দায়ের করে।
প্রতিবেশীরা চায় এর যেনো সঠিক বিচার হয়।
নারায়ণগঞ্জ/আড়াইহাজার/বসত ঘরে আগুন