চা-শ্রমিকদের আন্দোলন দিন দিন রুপ বদলাচ্ছে। এবার দৈনিক মজুরি ৩০০ টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনকারীরা ঢাকা ও সিলেটের মধ্যে চলাচলকারী পারাবত এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করছেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরের রেলগেট এলাকায় প্রায় হাজার খানেক শ্রমিক ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি আটকে দেন।
শ্রমিকরা ঢাকা-বিয়ানীবাজার আঞ্চলিক সড়কও অবরোধ করেছেন।
রেলগেট এলাকায় বিক্ষোভে নেতৃত্বে থাকা কালিটি চা-বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক উত্তম গোয়ালা বলেছেন, ৭টি চা-বাগানের শ্রমিকরা তাদের সঙ্গে বিক্ষোভে আছেন।
চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন দেশের বিভিন্ন অঞ্চলের চা-শ্রমিকেরা। বিক্ষোভ মিছিলের পাশাপাশি চা-বাগানে পালন করছেন ধর্মঘট।
ধর্মঘটের অষ্টম দিনে গত শনিবার চা-শ্রমিকদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করার পর অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়। কিন্তু এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শ্রমিকদের একাংশ আন্দোলন চালিয়ে যান। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাসে সোমবার দুপুরে শ্রমিকদের একাংশ আবার আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরেন। এর পরও আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন চা-বাগানের শ্রমিকরা।
মৌলভীবাজার/কুলাউড়া/পাহাড়িকা ট্রেন আটক