নিহতরা হলেন- আবুল কাশেমের ছেলে মোঃ ফারুক (২৫) ও মোঃ পারভেজ (২০) ও আবুল বাশারের ছেলে মোঃ সাদ্দাম।
তারা কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার দক্ষিণ জলম ইউনিয়নের মির্জপুর গ্রামের বাসিন্দা।
দক্ষিণ জোলন ইউপি চেয়ারম্যান আশিকুর হিরন জানান, বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে ওই তিন প্রবাসী একটি প্রাইভেটকারে আল কাসিম শহরে যাচ্ছিলেন। একপর্যায়ে চালক স্টিয়ারিংয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
কুমিল্লা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক দেবব্রত ঘোষ জানান, মৃতদেহ বাড়িতে আনার জন্য তারা নিহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতা করবেন।