বুধবার (৩১ আগস্ট) সকালে ঝুমন দাসের গ্রেফতারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা আমিনুল ইসলাম।
শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঝুমন নিজের ফেসবুক আইডিতে ধর্ম বিষয়ে ‘ভন্ডামি-ইতরামি’ শব্দ উল্লেখ করে পোস্ট দেয়। ওই পোস্টের কারণে এলাকায় তিন দিন পুলিশ মোতায়েন ছিল। মঙ্গলবার তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, ফেসবুকে হেফাজতের সাবেক নেতা কারাবন্দি মামুনুল হকের সমালোচনা করায় গত বছরের ১৬ মার্চ গ্রেফতার হন ঝুমন দাশ। সাড়ে ছয় মাসের অধিক জেল খেটে ওই বছরের ২৮ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন। ২০২১ সালের ১৭ মার্চ সনাতন ধর্মাবলম্বীদের এই গ্রামে তাণ্ডব চালান মামুনুল হকের অনুসারীরা।
শাল্লা/ধর্মীয় অনুভূতিতে আঘাত