চুনারুঘাট প্রতিনিধি।।
হবিগঞ্জের চুনারুঘাট ব্রীজের ঘোরার মাটি ডেবে যাওয়ায় ২টি চা বাগানসহ ১০ টি গ্রামের যোগাযোগ বন্ধ রয়েছে।
জানা যায়,প্রচুর বৃষ্টি ও পাহাড়ি ঢলে রবিবার সকালে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাও শ্রীবাড়ী পাকা রাস্তার ঢেউছড়ার উপর নির্মিত ব্রীজের ঘোরার মাটি সরে গিয়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এতে দারাগাও চা বাগানের পুরানটিলা,শ্রীবাড়ী চা বাগান,টিলাগাও,কুনাউড়া,
দারাগাওসহ ১০ টি গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্থানীয় সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দাদুর রহমান আব্দাল জানান,ছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে পূর্বেও মাটি সরে গিয়ে সড়ক যোগাযোগ বন্ধ হলে তিনি ইউনিয়ন পরিষদের মাধ্যমে মেরামত করে দিয়েছিলেন।
শনিবার রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় রবিবার সকালে আবারোও ব্রীজের ঘোরার মাটি ভেঙ্গে চলে যায়।ফলে যান যোগাযোগ বন্ধ হয়ে যায়। তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছেন বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক জানান, বিষয়টি জানার পর তাৎক্ষণিক উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়েছে মেরামত করে যান চলাচল স্বাভাবিক করে দেয়ার। স্থায়ী সমাধানেরও আশ্বাস প্রদান করেন তিনি।