মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের রাজনগর থেকে চাঞ্চল্যকর গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামী ভন্ড কবিরাজ সুহেল মিয়া (৩৫) গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার র্যাব-৯, সিলেটএর অভিযানে মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকা থেকে চাঞ্চল্যকর গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামী ভন্ড কবিরাজ সুহেল মিয়া গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত সুহেল মিয়া (৩৫) সিলেট জেলার গোলাপগঞ্জ থানার উত্তর ধারাবহর এলাকার বাসিন্দা সইব উদ্দিনের ছেলে।
র্যাব-৯ সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট জেলার গোলাপগঞ্জ মডেল থানার জোরপূর্বক গণধর্ষণ মামলার এজাহারনামীয় ১ নং আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী সিলেট জেলার গোলাপগঞ্জ থানার উত্তর ধারাবহর এলাকার বাসিন্দা সইব উদ্দিন এর ছেলে সুহেল মিয়া @ কবিরাজ (৩৫)।
গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।