যার ফলশ্রুতিতে দরুন সমস্যায় পড়েছে। পাসপোর্ট অধিদপ্তরের নিয়ম অনুযায়ী ৫বছর পযন্ত সংশোধন এর শিথিল করেছে বাংলাদেশ সরকার।কিন্তু অনেকে ১০/১৫ বছরেরর সমস্যা থাকায় এ পার্সপোট গুলো আটকে রয়েছে। সমস্যায় পড়া প্রবাসীদের সমাধানের দাবি জানিয়ে ইতালীর বাংলাদেশ দুতাবাসের সম্মুখে সমাবেশ করেছেন এ সকল প্রবাসীগন।তাদের একটা দাবি বীনা শর্তে পাসপোর্ট প্রদান করে নাগরিক অধিকার রক্ষা করা। সমাবেশ থেকে জানানো হয় দাবি আদায় না হলে আগামিতে রাজপথে আমরন অনশন করবেন ।
আশু সমস্যা সমাধান না হলে এসকল ইতালীতে বৈধতা পাবে না।ক্ষতির সম্মুখিন হবেন প্রায় ১০/১২ হাজার প্রবাসীদের পরিবার।
ভুক্তবোগীরা জানান পুর্বেও মান্যবর রাষ্ট্র দুতের নিকট দাবিদাওয়া জানিয়ে একটি স্মারক লিপি প্রদান করার ২০ দিন অতিবাহিত হওয়ার পরও সরকারী ভাবে কোন সমাধানের জন্য বার্তা আসেনি।আজকের সমাবেশ দুতাবাসের এ নিয়ে কথা বলতে চাই,দুতাবাস থেকে মুঠোফোনে জানাো হয়, আজ দূতাবাসের কর্যক্রমে বন্ধ বিধায় কোন প্রকার দাবি গ্রহন যোগ্য নয়।
অনিশ্চিত জীবনে নিশ্চয়তার থেকে নিশ্চতার জীবনের দাবি এ সমাবেশ কারীদের।। দ্রুত তাদের সমস্যার সমাধানের জন্য সমাবেশে জোর দাবি তোলা হয়।