হবিগঞ্জ সংবাদদাতা: এসডি রবিন
হবিগঞ্জের চুনারঘাট উপজেলার নাল মুখ বাজারে সরকারের নির্দেশ অমান্য করে অবৈধভাবে ভালো উত্তোলন করার অপরাধে এক ব্যক্তিকে ৫০,০০০/টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদাল।
আজ ১৩(সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার সময় ১০নং মিরাশী ইউনিয়নের নালমুখ বাজারের দক্ষিণে লাদিয়া নামক স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাল মিয়া, পিতা- আব্দুল হাই , সাং- বড়াআব্দা কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি ), চুনারুঘাট, হবিগঞ্জ।
সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানার পুলিশ টিম। অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা চলমান থাকবে।