মাধবপুর প্রতিনিধি: স্বপন মির্জা
মাধবপুর মহাসড়কের পাশে সড়ক বিভাগের জায়গায় গড়ে উঠা অবৈধ স্হাপনা উচ্ছেদ করেন সড়ক ও জনপথ বিভাগ। সড়ক বিভাগের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
আজ বুধবার ২১ সেপ্টেম্বর দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন এর নেতৃত্বে এ অভিযান চালনা করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মোঃ আলাউদ্দিন, উপ বিভাগীয় প্রকৌশলী রমজান আলী, সেকশন অফিসার সাদ্দাম হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পরে উপজেলা নির্বাহী অফিসার মাধবপুর ( পুকুর) পার্ক প্রকল্পের উন্নয়নের কাজ পরিদর্শন করেন।