শনিবার ২৪ সেপ্টেম্বর ভোররাতে উপজেলার বরমচাল ইউনিয়ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের বালাগঞ্জ উপজেলার ওয়াহাব উল্লাহর ছেলে কবীর মিয়া (৩৫), সিলেটের আম্বরখানা এলাকার আশিক আলীর ছেলে মো. নয়ন আহমদ (৩০), সিলেটের কানাইঘাট উপজেলার শামসছুল হকের ছেলে আশিক (২৩), সিলেটের শাহপরাণ এলাকার হাছন আলীর ছেলে আরশ আলী (২৯) ও একই এলাকার সোলেমান মিয়ার ছেলে শাকিল আহমদ (২০)।
পুলিশ জানায়, শনিবার ভোররাতে উপজেলার বরমচাল ইউনিয়নের ফুলেরতল বাজার এলাকায় ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) শাহ আলম ও এএসআই (নিরস্ত্র) তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ফুলেরতল বাজারের দক্ষিণ পার্শ্বের একটি নির্জন স্থান থেকে তাদের গ্রেপ্তার করেন।
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ২টি কাটার (সাঁড়াশি), ২টি ধারালো ছুরি, ১টি ধারালো দা, ১টি লোহার শাবল, ১টি লোহার রডসহ উদ্ধারসহ তাদের ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আব্দুছ ছালেক জানান, কুলাউড়া থানা এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে বরমচালে তারা সমবেত হয়। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ট
ওসি আরও জানান, আসামিদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।