হে ঘুমহীন রাত্রি! তুমি কি জান, তোমার সাথে আমার কেন এত নিবিড়তা?
কেন তোমার মাঝে ফিরে আসি বারবার?
কত কথা বলি তোমার সাথে, তোমার শ্রবণ কি ভারি হয় ? কিছুই কেন বল না?
তোমার সাথে এই সেদিনের আলাপ আমার, আমাদের বন্ধুত্বের মোড়ক উন্মোচন করেছি খুব ঘটা করে, খুব
সুন্দর চিনেছো আমাকে….
আমার সীমানা ছাড়িয়ে যেদিন চলে গেল আমার ভালোবাসার রাত!! সেখান থেকেই তোমার ক্ষয়।
এই তো কিছুদিন আগেও হেঁটেছি তুমি
আমি, তার ছোঁয়া আমার গায়ে আজও
ছুঁয়ে আছে। সময়ের নির্দেশ মান্য
করেছি দুজনেই । তুমি শুকতারা
ভালোবাস, আর ভাববো না।
আমি থাকবো তোমার সাথে আর সাথে থাকবে নীরব রাত্রির ক্ষয়।
কবি ডালিয়া/হাওড়া-ভারত