পকেটমারতে গিয়ে নাসিরনগর এর ধরমন্ডল গ্রামের আপন তিন বোন, ভাবি আর ফুফাতো বোনকে নিয়ে পকেট মারার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে বলে জানা যায়।
এরমধ্যে আপন তিন বোন ও রয়েছে। সঙ্গে রয়েছে এক ফুফাতো বোন। তার সঙ্গে তিন মাস আগে বিয়ে হওয়া ছোট ভাইয়ের স্ত্রীও। এই পাঁচ সদস্য নিয়েই তাদের ‘নারী পকেটমার’ দল। নাসির নগর উপজেরার ধরমন্ডল গ্রামের বাসিন্দা তারা।
আটকৃতারা হল : হামিদা বেগম (২৭) ও রিপন আখতার (২৮)। রোজিনা বেগম (২৫), মর্জিনা বেগম (২৫) ও লিজা আখতার (২৩)। (৬) অক্টোবর বৃহস্পতিবার জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়।
পরে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম হাবিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ডসহ জরিমানা করেন।
তারা রেলস্টশন, ট্রেনের ভেতর, হাসপাতালসহ যেখানেই লোকের সমাগম বেশি সেখানে গিয়ে কৌশলে মানুষের পকেট কিংবা ব্যাগ থেকে টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন হাতিয়ে নেওয়ার কাজে জড়িত ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়।
ব্রাহ্মণবাড়িয়া/নাসিরনগর/ধর মন্ডল/চোর চক্র