কাউসার আব্দুস সালাম জেদ্দা প্রতিনিধি
সৌদি আরবের জেদ্দায় মাইক্রোবাস দুর্ঘটনায় মাওলানা মাইনুদ্দিন নামের প্রবাসী এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। তার বাড়ি আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায়। নিহতের আত্মীয় ইসমাইল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে গেলে আহত হন মাওলানা মাইনুদ্দিন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত মাইনুদ্দিন ১৮ মাস আগে সৌদি আরব আসেন। আকামা এবং স্পনসর না থাকায় ৬ মাস ধরে অবৈধভাবে কাজ করছিলেন তিনি।
মাওলানা মাইনুদ্দিনের মরদেহ দেশ ফিরিয়ে নিতে পরিবারের পক্ষ থেকে জেদ্দা বাংলাদেশ দূতাবাসের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে বলেও জানান আত্মীয় ইসমাইল।