আকিকুর রহমান রুমনঃ
-হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ী রুবেল(২৫)নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার(২০ অক্টোবর)রাত ১০ টায় বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ খাওর এলাকার বৈঠাখালি নামক স্থান থেকে ইয়াবা ব্যাবসায়ী রুবেলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী রুবেল হলো
বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের জাতুকর্ণ পাড়ার (মাইজের মহল্লার) আমান আলীর পুত্র।
রুবেল দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যাবসার সাথে জড়িত রয়েছে এবং নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)অজয় চন্দ্র দেবের নির্দেশে এসআই মনিরুল ইসলাম,এসআই আতিকুল ইসলাম,খালেদ মোশাররফ-সহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী রুবেল কে গ্রেফতার করেন।বর্তমানে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।