উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নে ২জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বজলুর রহমান খান নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৪৩৪ ভোট পেয়ে বেসরকারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাইকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ২ হাজার ৩৩ ভোট পেয়েছেন।
অপরদিকে বড়তারা ইউনিয়নে তৃতীয় লীঙ্গেরে একজনসহ মোট ৫জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। তাদের মধ্যে বোরহান উদ্দীন ফকির নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ২৬৯ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মতো বেসরকারি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল বারিক মন্ডল আনারস প্রতিক নিয়ে ৪ হাজার ৫৩০ ভোট পেয়েছেন।
দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
বুধবার সকাল ৮-৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।