উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মোহনা টেলিভিশনের দর্শক ফোরামের সভাপতি মোঃ জহিরুল ইসলাম মন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়ার সঞ্চালনায়ে এ আলোচনা সভা করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টেলিভিশনের সরাইল প্রতিনিধি মোহাম্মদ শফিকুর রহমান। এতে প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আরিফুল হক মৃদুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সুখেন্দু বসু, উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি
শরীফ উদ্দিন, সধারণ সম্পাদক আবেদুর আর শাহীন, মোহনা টিভি দর্শক ফোরামের সাধারণ সম্পাদক মজিদ বক্স।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক আল মামুন খান, সদস্য মোঃ রিমন খান, সাংবাদিক কামাল পাঠান, সাংবাদিক আব্দুল মমিন, অজুফা আমজাদ, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ,সুধি সমাজের লোকজনসহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা, মোহনা টেলিভিশনের ১৩ তম বর্ষ পর্দাপনকে স্বাগত জানান এবং আগামীতে ও বস্তুুনিষ্ট ও উন্নয়নমুলক সংবাদ প্রচার করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোহনা টেলিভিশনের ১৩তম বর্ষ পর্দাপন উপলক্ষে এক কেক কাটা অনুষ্ঠিত হয়