হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউপির কমলপুর রহিমুন্নেসা দারুসসুন্নাহ কওমিয়া হাফিজিয়া মাদ্রাসায় গত ১৫ ই নভেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসার পরিচালনা কমিটি ও এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি এবায়দুর রহমান বিলাল বলেন,
আমরা মাদ্রাসার আবদুল্লাহ নামের এক বহিস্কৃত শিক্ষকের ২ টি মিথ্যা ও হয়রানি মূলক মামলায় অতিষ্ট হয়ে পড়েছি।সে মাদ্রসার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে চাঁদা সংগ্রহ করে মাদ্রসার মানহানি করছে।তার কর্মকান্ডে মাদ্রাসায় শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিঘ্নিত হচ্ছে।সে বহিরাগত লোক দিয়ে আমাদের কার্যক্রমে বাধা দিচ্ছে।
মাদ্রাসার প্রধান শিক্ষক ও দাতা পরিবার হাফেজ আব্দুল হান্নান বলেন,
বহিস্কৃত শিক্ষক আব্দুল্লাহ এডিএম আদালতে ১৪৪ ধারা মামলা দায়ের করে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করছে। সে এলাকার কোন সালিশ মানে না। থানার ওসি সাহেবের মীমাংসার প্রস্তাবও নাকচ করে দিয়েছে। আমরা মামলার দ্রুত তদন্ত ও সঠিক বিচার চাই।
সংবাদ সম্মেলনে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যগণ ও মাদ্রাসার শিক্ষার্থীগণ উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন।