সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার ও পুলিশ হয়রানির প্রতিবাদে সকল ধরনের দূরপাল্লার বাস বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতীর ঘোষণা দিয়েছে সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার রাত ৮টায় পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এই ঘোষনা দেন। এরপর থেকে দুরপাল্লার বাস অর্থাৎ সুনামগঞ্জ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্থের কোন বাসই ছেড়ে যায়নি।
এদিকে আজ সকাল ৬ টা থেকে দুর পাল্লার বাস শ্রমিকদের সাথে একাত্বতা পোষন করে আন্তজেলা বাস শ্রমীকরাও কর্মবিরতী পালন করছে। সকাল থেকে ছেড়ে যায়নি কোন বাস। এমনকি সিএনজি,লেগুনাসহ পণ্যবাহী কোন যানবাহন কোথাও ছেড়ে যাচ্ছে না।
আন্তজেলা ও দুর পাল্লার বাস হঠাৎ বন্ধ হয়ে যওয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্থে যাওয়া লোকজন পরেছেন দুর্ভোগে।
বৃহস্পতিবার সন্ধায় সুনামগঞ্জের পুরাতন বাসস্টেন্ড এলাকায় সড়কের পাশে দুরপাল্লার বাস রাখার দায়ে তিনটি বাসকে পুলিশ জরিমানা করে এবং বাসের শ্রমীকদের সাথে খারাপ আচরন করার অভিাযোগ করেছেন শ্রমীক নেতারা। এরই প্রতিবাদে কর্মবিরতী পালন করছে ।