তিনি বলেন, ‘আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে গর্ব করে বলতে পাড়ি, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। শ্রীলঙ্কা নয়, বাংলাদেশ সিঙ্গাপুরের পথে ধাবিত হবে।’
শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে সার্কিট হাউজ মাঠে জয়পুরহাটে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বপন বলেন, ‘শেখ হাসিনার সুদক্ষ পরিকল্পনায় উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ। দেশের প্রতিটি ক্ষেত্রে আজ প্রযুক্তির ছোঁয়া লেগেছে। বর্তমানে দেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, রাজাকাররা উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তৎপর রয়েছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান খাজা শামসুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট প্রমুখ