দিবসটি উপলক্ষে শহীদ মিনারে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বণির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসুচীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেন।
মাধবপুর উপজেলার স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা কমান্ড,মাধবপুর থানা,পৌরসভা,প্রেসক্লাব,সরকারি দপ্তর,আওয়ামীলীগ,যুবলীগ,শ্রমিকলীগ,কৃষকলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
শুক্রবার সকাল ৬ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাধবপুরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগীতা ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) মঞ্জুর আহসান সভাপতিত্ব করেন।
এসময় জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিকস মিডিয়ার সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দুপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা , বিকালে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।