শনিবার প্রত্যুষে মিলাদ মাহফিল এর মাধ্যমে ওরসের সূচনা হচ্ছে। সারারাত্রি জিকির আসকার ও দোয়া মাহফিল শেষে রবিবার বাদ ফরজ আখেরী মোনাজাত এর মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটবে।
এদিকে ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গনে মেলা বসছে। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে দোকানীরা হরেকরকমের পন্য সামগ্রীর পসরা নিয়ে বসে গেছে। এগুলোর মধ্যে খাদ্য পন্য, কসমেটিকস, বাহারী রকমের মৃৎশিল্পের কারুকার্য খচিত খেলনা,প্লাস্টিকের খেলনাসহ নানাবিধ সামগ্রীর দোকান।
এছাড়া শিশুদের চিত্তবিনোদনের জন্য রয়েছে বিভিন্নরকম রাইড যেমন নাগরদোলা, চরকি,মেজিক নৌকা, মোটরসাইকেল গেম ইত্যাদি। মেলা উপলক্ষে পশ্চিম বুল্লা, পূর্ব বুল্লা, সিংহগ্রাম, মনতৈল,করাব সহ আশেপাশের এলাকায় উৎসবের আমেজ লক্ষনীয়।