জানা যায়, ২৫ ডিসেম্বর রাত আনুমানিক ২/৩টার দিকে ৮ নং বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের ২ নং ওয়ার্ডবাসী মোঃ হামিদ মিয়ার গোপাল ঘর থেকে গরু তিনটিকে চুরি করে নিয়ে যায়।
গ্রামবাসী ও গৃহস্থ যখন ঘুমিয়ে পড়ে তখন একদল গরু চোর গভীর রাতে গরু তিনটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। গতকাল প্রচন্ড শীত ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে অনেকেই ঘুমিয়ে পড়ে। এ সুযোগটিকে কাজে লাগিয়ে গরু চোরের দল চুরির সন্ধানে বেরিয়ে পড়ে।
খোঁজখবর নিয়ে আরো জানা যায়, তিনটি গরুই ছিল গাভী। প্রতিবেশীর কাছ থেকে জানা যায় গাভী তিনটির তিনটি বাচ্চাও ছিল। বাচ্চা তিনটি কে রেখে মা গাভী তিনটিকে নিয়ে যায় চোরের দল।
শীত বাড়ার সাথে সাথে মাধবপুর উপজেলার প্রতিটি ইউনিয়নেই গরু চুরির হিড়িক পড়ে গেছে। এ অবস্থা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।