মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে
বাঁশের তৈরি বাঁশী বিক্রি করে জীবন- জীবিকা চলে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপানগর গ্রামের আরাফাত মালিতার।গত শনিবার (২৪ ডিসেম্বর) লাখাইয়ে র স্থানীয় বুল্লাবাজার সংলগ্ন হজরত শাহ বায়েজিদ ( রহঃ) বার্ষিক ওসর উপলক্ষে অনুষ্ঠিত মেলায় সাক্ষাৎ মেলে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপা নগর গ্রামের আরাফাত মালিতা(৪৮) এর সংঙ্গে।তিনি মেলার অলিগলিতে ঘুরে ঘুরে বাঁশের তৈরি হরেকরকমের বাঁশী বিক্রি করেছেন।
সে তার এ বাঁশের তৈরি বাঁশীতে সুরের মূর্ছনায় মেলায় আকৃষ্ট করে এবং তার বাঁশি বিক্রি করে।এ প্রতিনিধির সাথে আলাপকালে আরাফাত মালিতা জানান আমি সারাবছর দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত মেলায় এ বাঁশি বিক্রি করে আসছি। দীর্ঘ ১৫ বছর যাবত আমি এ পেশায় জড়িত। তিনি জানান এভাবে মেলায় মেলায় বাঁশি বিক্রিতে প্রতিমাসে ২০-২৫ হাজার টাকা আয় হয়ে থাকে। এতে আমার স্ত্রী, ১ ছেলে,১ মেয়েসহ ৪ সদস্যের পরিবার ভালোই চলছে। বৈচিত্র্যময় এ পেশায় জড়িত হয়ে সে বেশ সন্তুষ্ট।তিনি আরোও জানান একদিকে আমার আয়- রোজগার ভাল তদুপরি দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে মানুষের সাথে সাক্ষাৎ হয়।এতে আমি আনন্দিত। তিনি জানান এ বাঁশি আমি যশোর ও কুমিল্লা থেকে সংগ্রহ করে থাকি।আমার কাছে ২০-৭০০ টাকা দামের বাঁশী রযেছে।