অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মাধবপুর উপজেলা শাখার সভাপতি শিক্ষক সাইফুল হক মির্জা। তিনি মাধবপুর পৌর মেয়রের এমন উদ্ভাবনী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে আসন অলংকৃত করেন, মাধবপুর পৌরসভার জননন্দিত ও জনতার মেয়র বলে খ্যাত মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক।
মাধবপুরে এই প্রথম বিভিন্ন স্কুলের, মাদ্রাসার কৃতি শিক্ষক, শিক্ষার্থী ও গুণীজনদের মাঝে পুরস্কার বিতরণ করে সাধারণ মানুষের কাছে প্রশংসায় ভাসছেন মেয়র হাবিবুর রহমান মানিক।
সুশীল সমাজের প্রতিনিধি টিটু বলেন, আজ মাধবপুরে মেয়র সম্মাননা পুরস্কার প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা বাড়বে ও মেধার বিকাশ ঘটবে।
অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন স্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।