১। যেসব জায়গার জন্য বিখ্যাত (গুরুত্বপূর্ণ অনুসারে সাজানো নয়):
#মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের মধ্যে প্রথম যে বৈঠক হয়েছিল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় ছিল তেলিয়াপাড়া।
#এশিয়ার সবথেকে বড় গ্রাম হবিগঞ্জের বানিয়াচং।
#বিবিয়ানা গ্যাসফিল্ড যেখানে তিতাস গ্যাসফিল্ডের পর সর্বোচ্চ গ্যাস মজুদ রয়েছে।
#বাংলাদেশের সর্বশেষ স্থলবন্দর বাল্লা স্থলবন্দর।
#রেমা কালেঙ্গা বনটি দেশের দ্বিতীয় বৃহত্তম বন্যপ্রাণি অভয়ারণ্য হিসেবে স্বীকৃত।
#সাতছড়ি জাতীয় উদ্যান।
#চুনারুঘাটের চাকলাপুঞ্জীতে সাড়ে তিন থেকে চার হাজার বছরেরও পুরোনো যুগের নিদর্শন পাওয়া গেছে যা বাংলাদেশের অন্য কোথাও পাওয়া যায়নি।
#চুনারুঘাটে টারশিয়ারী যুগ (আদি যুগ) এর পাহাড়ের নিদর্শন পাওয়া গেছে।
২। যাদের জন্য বিখ্যাত (গুরুত্বপূর্ণ অনুসারে সাজানো নয়):
#ডঃ এম. এ. রশীদ – বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম ভাইস চ্যান্সেলর ও সাবেক মন্ত্রী।
#মুক্তিযুদ্ধে উপসর্বাধিনায়ক এম এ রব এমএনএ হবিগঞ্জের সন্তান ছিলেন।
#শাহ এ এস এম কিবরিয়া যিনি বাংলাদেশের অন্যতম সফল অর্থমন্ত্রী ও কূটনীতিবিদ ছিলেন।
#ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের বাড়ি হবিগঞ্জের বানিয়াচঙ্গে।
#জনাব শফিকুর রহমান চৌধুরি। প্রতিষ্ঠাতা, আশা। তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা।
#বিচারপতি আব্দুল হাই। যিনি এদেশে সবচেয়ে কম বয়সে ফাঁসির রায় প্রদান করেন।
#সৈয়দ মুজতবা আলী – প্রখ্যাত রম্য সাহিত্যিক।
#বারো ভূঁইয়াদের একজন (খুব সম্ভবত নাম ওসমান খাঁ অথবা হোসেন খাঁ) বানিয়াচঙের রাজা ছিলেন।
#সৈয়দ এ. বি. মাহমুদ হোসেন ও সৈয়দ জে আর
মোদাচ্ছির হোসেন (দুই ভাই) – সাবেক প্রধান বিচারপতি।
#মোহাম্মদ ফরাসউদ্দিন – বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর।
#হেমাঙ্গ বিশ্বাস – ভারতের স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব, কবি ও গায়ক।
#এ্যাডঃ এনামুল হক মোস্তফা শহীদ সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, মুক্তিযোদ্ধা।
#রামনাথ বিশ্বাস – সাইকেলে চড়ে প্রথম বিশ্বজয়ী পর্যটক।
#বিপিন চন্দ্র পাল – ভারতের স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব।
#সুবীর নন্দী, সঞ্জিব চৌধুরী – সংগীত শিল্পী।
#জগৎজ্যোতি দাশ – স্বাধীন বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত প্রথম বীরশ্রেষ্ঠ স্বীকৃতি প্রদান (এটি নিয়ে কিছুটা বিতর্ক আছে) পরবর্তীতে বীরবিক্রম স্বীকৃতি প্রদান এবং মুক্তিযুদ্ধে ভাটি অঞ্চলের ত্রাস দাশ বাহিনীর কমান্ডার।
#শেখ ভানু শাহ – “নিশিথে যাইও ফুল বনে” গানের রচয়িতা।
#উম্মে আয়েশা খাতুন চৌধুরী – রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, দেশের প্রথম মহিলা যিনি কোনো শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন।
#কমান্ডেন্ট মানিক চৌধুরি – বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত সরকারের সাথে প্রথম অস্ত্রক্রয় চুক্তি করেছিলেন।
আর ও অনেক তথ্য অজানা।
তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ রইল।
#সংগৃহীত