মো:মোকাররম হোসাইন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জরাজীর্ণ, অপ্রশস্থ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন প্রকল্পের জয়পুরহাট সড়ক বিভাগের অধীনে হিলি, শালাইপুর-কালাই সড়কের কুসুম্বা ও কলন্দপুর সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
রবিবার বিকেলে পাঁচবিবি উপজেলার কুসুম্বা এলাকায় এই সেতু নির্মাণের উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) কে এম এ মামুন খান চিশতী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরমান হোসেন, জয়পুরহাট সওজের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল, আওলাই ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তাওহীদ, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রবিউল আলম পিন্টু সহ দলীয় নেতৃবৃন্দ।