মো : মোকাররম হোসাইন
জয়পুরহাট জেলা প্রতিনিধি:
কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা বলেন, বাংলাদেশে ধর্মের নামে কাউকে নৈরাজ্য করতে দেওয়া হবে না। মহান স্বাধীনতা সংগ্রামে সকল ধর্মের মানুষ যুদ্ধ করেছে। এদেশ সবার। মাননীয় প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
আজ দুপুরে জয়পুরহাট সদর উপজেলা মিলনায়তনে জয়পুরহাটে জেলা যুবলীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
এসময় জয়পুরহাট জেলা যুবলীগের সভাপতি অধ্যাপক সুমন কুমার সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলান উদ্দিন, সহ সম্পাদক রাজু আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, সহসভাপতি বাপন মজুমদার সদর উপজেলা যুবলীগের সভাপতি অশোক কুমার ঠাকুর, সাধারণ সম্পাদক ছারোয়ার হোসেন প্রমুখ।